ঢাকা | বঙ্গাব্দ

বাঁচতে হবে কামনা ও বিভ্রান্তির ধোঁয়াশা থেকে

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৫
বাঁচতে হবে কামনা ও বিভ্রান্তির ধোঁয়াশা থেকে ফাইল ছবি

জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে অনেক সময় মানুষ কামনা এবং বিভ্রান্তির জালে আটকা পড়ে। ইসলাম শিক্ষা দেয়, সত্যিকারের জীবনযাপন হলো আল্লাহর ইবাদত ও নির্দেশনা মেনে চলা, যা মানুষকে ধোঁয়াশা থেকে মুক্তি দেয়।


কামনা বা আকাঙ্ক্ষা স্বাভাবিক, কিন্তু যখন তা অযথা বোধগম্যতার বাইরে গিয়ে মানুষের নৈতিকতা ও আত্মাকে দুর্বল করে, তখন তা থেকে বিরত থাকা জরুরি। বিভ্রান্তি মূলত অজানা ও ভুল ধারণা থেকে জন্মায়, যা মানুষকে ভুল পথে পরিচালিত করে।


কোরআন ও হাদিসে বারংবার আহ্বান করা হয়েছে, যাদের হৃদয় বিভ্রান্তির ধোঁয়ায় আবৃত, তারা আল্লাহর পথ অনুসরণ করলে তাদের জীবনে আলোর প্রদীপ জ্বলে ওঠে। সত্যিকারের সুখ ও শান্তি লাভ করা যায় আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া জীবন পথে ফিরে এসে।


বিভ্রান্তি থেকে মুক্ত হতে ইমান ও তাকওয়া জরুরি। ব্যক্তিগত ইচ্ছার ওপর ভিত্তি করে নয়, বরং আল্লাহর সুনির্দিষ্ট বিধান মেনে চলার মধ্যেই জীবনের প্রকৃত সফলতা নিহিত।


সুতরাং, ইসলাম আমাদের শেখায় যে, কামনা ও বিভ্রান্তির ধোঁয়াশা থেকে মুক্ত হয়ে সঠিক পথে চলতে হবে, যা জীবনের সত্যিকারের অর্থ ও শান্তি প্রদান করবে।


https://thebgbd.com/BYB