ঢাকা | বঙ্গাব্দ

কিয়েভে রুশ হামলা, নিহত ২

এএফপি সাংবাদিকরা রাতভর শহরের প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পান এবং আকাশে আলো ছড়িয়ে পড়তে দেখেন।
  • অনলাইন ডেস্ক | ১০ জুলাই, ২০২৫
কিয়েভে রুশ হামলা, নিহত ২ হামলার পর তোলা ছবি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুই জন নিহত হয়েছে ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। 


ইউক্রেনের ওপর এটি ছিল মস্কোর এত দিনের মধ্যে দ্বিতীয় বড় ধরনের হামলা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ যখন মালয়েশিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এ হামলা চালানো হয়।


কিয়েভে থাকা এএফপি সাংবাদিকরা রাতভর শহরের প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পান এবং আকাশে আলো ছড়িয়ে পড়তে দেখেন। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক টেলিগ্রামে লিখেছেন, কিয়েভ অঞ্চলে শত্রুর রাতের বেলা এই ভয়াবহ আক্রমণ প্রায় ১০ ঘন্টা স্থায়ী হয়। 


রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেন, রাশিয়ার হামলায় দুইজন নিহত হয়েছেন। তিনি এর আগে বলেন, এই হামলায় ১৩ জন আহত হয়েছেন। এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, রাজধানীর বেশ কয়েকজন বাসিন্দা রাতভর কেন্দ্রীয় একটি মেট্রো স্টেশনে আশ্রয় নেন। কিয়েভ শহরের সামরিক প্রশাসন ‘শত্রুর ব্যালিস্টিক অস্ত্র ব্যবহারের হুমকি’ সম্পর্কে সতর্ক করে এবং ইউক্রেনের বিমান বাহিনী জানায়, ‘একঝাক ক্ষেপণাস্ত্র’ পূর্ব দিক থেকে কিয়েভের দিকে এগিয়ে এসেছে। 


বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিমান সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ফলে রাজধানী সোলোমিয়ানস্কি এবং শেভচেনকিভস্কি জেলার ভবনগুলোতে আগুন লেগেছে। ডার্নিটস্কির আরেকটি জেলায়, ড্রোনের ধ্বংসাবশেষে গ্যারেজ এবং একটি গ্যাস স্টেশনে আগুন লেগেছে। অঞ্চলের সামরিক প্রশাসনের মতে, দক্ষিণ খেরসনে রাশিয়ার হামলায় তিনজন আহত হয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড