আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অনেকে চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।”
সোমবার (১৪ জুলাই) রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা নির্বাচন চাই, এবং সময়মতো নির্বাচন চাই। বিএনপি কোনো চক্রান্তে পা দেবে না। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে দলকে দুর্বল করার চেষ্টা চলছে। কিন্তু বিএনপি সেই দল, যারা ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াতে জানে।”
তিনি আরও বলেন, “বিএনপি শহীদদের প্রেরণায় তৈরি হচ্ছে। ফাঁদে ফেলতে উসকানি দেওয়া হচ্ছে, কিন্তু বিএনপি জানে কীভাবে তা এড়িয়ে চলতে হয়।”
লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ওই বৈঠকের পর অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছে। যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “ফ্যাসিস্টদের বিদায় করতে আমরা আন্দোলন করেছি। জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
thebgbd.com/NIT