ঢাকা | বঙ্গাব্দ

“তেল মারার সংস্কৃতি না পাল্টালে কোনো সংস্কারই টিকবে না”

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই, ২০২৫
“তেল মারার সংস্কৃতি না পাল্টালে কোনো সংস্কারই টিকবে না” ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশে তেল মারার সংস্কৃতির পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনলে কোনো সংস্কারই কার্যকর হবে না।”

সোমবার (১৪ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ শীর্ষক এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইআরএফ ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

অনুষ্ঠানে কয়েকজন বক্তা আমীর খসরুকে ভবিষ্যতের অর্থমন্ত্রী হিসেবে আখ্যা দিলে সাংবাদিকরা জানতে চান, এই ধরনের "তেল মারার" মধ্যেও বিএনপি ক্ষমতায় এলে প্রতিশ্রুতি রক্ষা সম্ভব কি না। জবাবে আমীর খসরু বলেন, “যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে হাজারো সংস্কার করেও কোনো লাভ হবে না। তেল মারা আর রাজনৈতিক নিয়োগের সংস্কৃতি থেকে বের হতে হবে।”

তিনি জানান, বিএনপি সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএসইসি চেয়ারম্যানসহ অন্যান্য নিয়ন্ত্রক পদে রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়নি বলেই তখন ব্যাংক ও শেয়ারবাজার স্থিতিশীল ছিল। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এ নীতি অব্যাহত থাকবে।

শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, “বিগত বছরগুলোতে শেয়ারবাজার এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে শুধু কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বাজারে আনার মতো ক্ষুদ্র পদক্ষেপে উন্নয়ন সম্ভব নয়। সামগ্রিক সংস্কার প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালা। আরও বক্তব্য রাখেন ডিএসই চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান এবং ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।


thebgbd.com/NIT