শীতে ঠাণ্ডা পানি দিয়ে গোসলের উপকারিতা নিয়ে বলতে গেলে বিষয়টি অনেকটাই প্রাকৃতিক চিকিৎসার সঙ্গে সম্পর্কিত। ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে শরীরের বিভিন্ন অংশে ইতিবাচক প্রভাব পড়ে। এটি শুধু শরীরকে সতেজ রাখে না, বরং মানসিক স্বাস্থ্যের উপরেও ভালো প্রভাব ফেলে।
ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়। ঠাণ্ডা পানির সংস্পর্শে ত্বকের নীচের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং শরীরকে উষ্ণ রাখতে রক্তসঞ্চালনের হার বাড়ে। ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে তাজা রক্ত পৌঁছায় এবং এতে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর থাকে।
এছাড়া ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গবেষণায় দেখা গেছে, ঠাণ্ডা পানি শরীরে শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে, যা বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।
মানসিক চাপ বা উদ্বেগ কমানোর জন্য ঠাণ্ডা পানি দিয়ে গোসল খুবই কার্যকর। ঠাণ্ডা পানির স্পর্শ শরীরে এন্ডোরফিন নিঃসরণ বাড়ায়, যা "হ্যাপি হরমোন" হিসেবে পরিচিত। এটি মনের অবসাদ দূর করে এবং মনকে শান্ত করে।
এছাড়া ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে পেশির ব্যথা কমে। শারীরিক পরিশ্রমের পর ঠাণ্ডা পানি শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে। পেশির ওপর ঠাণ্ডা পানির সরাসরি প্রভাব ব্যথা হ্রাস করে এবং পেশিগুলোকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।
ত্বকের যত্নেও ঠাণ্ডা পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ত্বকের ছিদ্র সংকুচিত করে এবং অতিরিক্ত তেল জমতে বাধা দেয়। ফলে ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা অনেকাংশে কমে।
সাধারণত শীতকালে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করার বিষয়ে অনেকেরই ভয় থাকে, কিন্তু নিয়মিত অভ্যাস করলে এটি শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। তবে যাদের কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই অভ্যাস শুরু করবেন।