ঢাকা | বঙ্গাব্দ

১৬ জুলাই কি সরকারি ‍ছুটি

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই কি সরকারি ‍ছুটি ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। তবে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে এদিন সরকারি ছুটি থাকবে না।

এই সংক্রান্ত একটি পরিপত্র গত ২ জুলাই প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের স্বাক্ষর রয়েছে।

পরিপত্র অনুযায়ী, ‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায় এমন দিবস যা সরকারিভাবে পালিত হলেও ‘ক’ শ্রেণিভুক্ত দিবসগুলোর মতো ব্যাপক আয়োজন বা ছুটি থাকে না। সাধারণত এসব দিবস সীমিত আকারে উদযাপন করা হয় এবং কর্মদিবসে জনসমাবেশ, শোভাযাত্রা বা ছুটির আয়োজন করা হয় না।

এছাড়া, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং এটিকে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার অর্থ—এই দিবসে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক আয়োজন থাকবে এবং এ উপলক্ষে সরকারি ছুটিও থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজকে নির্দেশ দিয়েছে—৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ যথাযথ মর্যাদায় পালন করতে হবে।


thebgbd.com/NIT