ঢাকা | বঙ্গাব্দ

মিরপুর টেস্টের দল ঘোষণা, আছেন সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক নাটকীয়তার পর সেই দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।
  • | ১৬ অক্টোবর, ২০২৪
মিরপুর টেস্টের দল ঘোষণা, আছেন সাকিব সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক নাটকীয়তার পর সেই দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। আগের ঘোষণা মতে, এই টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব।

আজ বুধবার (১৬ অক্টোবর) বিসিবির ঘোষিত ১৫ সদস্যর দলের নেতৃত্বভার যথারীতি সামলাবেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ।

আগামী ২১ অক্টোবর শুরু হবে মিরপুর টেস্ট। এ ম্যাচ দিয়েই বাংলাদেশে শুরু হবে ফিল সিমন্স অধ্যায়। গতকাল তার নাম অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে ঘোষণার পর আজ বুধবার বাংলাদেশে এসেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। চলে আসেন মিরপুরেও।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।