দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষে ১০০ আসনের বিষয়ে সম্মত হলেও এই আসনগুলো নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির বিরোধিতা করেছে বিএনপি। দলটি বলেছে, উচ্চকক্ষে নির্বাচন হওয়া উচিত সংরক্ষিত নারী আসনের মতো আসনভিত্তিক পদ্ধতিতে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্বের ১৪তম দিনের আলোচনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
তিনি বলেন, “উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়ে আমরা বলেছি, সংবিধান অনুযায়ী বিদ্যমান সংরক্ষিত নারী আসনের মতো আসনভিত্তিক নির্বাচনের পক্ষেই বিএনপি অবস্থান নেয়।”
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে দলের সমর্থন থাকলেও, ক্ষমতা কাঠামো ও কার্যকারিতা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবে উচ্চকক্ষ গঠনের সুস্পষ্ট প্রস্তাব রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য সমাজে অবদান রাখা বিদ্বজ্জনদের অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা।”
তবে একইসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের আর্থিক বাস্তবতায় আরেকটি ব্যয়বহুল 'রেপ্লিকা পার্লামেন্ট' তৈরি কতটা যৌক্তিক, তা নিয়ে ভাবার সময় এসেছে।”
সংবিধান সংশোধন ও গণভোটের প্রস্তাব
সংবিধানের মৌলিক ধারাগুলো সংশোধনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব দেয় বিএনপি। সালাহউদ্দিন বলেন, “১৪২ অনুচ্ছেদে যেসব মৌলিক ধারা রয়েছে—যেমন: প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও ১৪২—সেগুলোর পরিবর্তন করতে হলে শুধু সংসদীয় ভোট নয়, রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটে দিতে হবে।”
তিনি যোগ করেন, “তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ভবিষ্যতে কেউ যাতে ইচ্ছেমতো বাতিল করতে না পারে, সে জন্য একে গণভোট ছাড়া পরিবর্তনযোগ্য না করার প্রস্তাব দিয়েছি। কমিশন তা গ্রহণ করেছে।”
উপস্থিত দল ও কমিশন সদস্যরা
আলোচনায় বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেয়।
সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। আলোচনায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।
thebgbd.com/NA