ঢাকা | বঙ্গাব্দ

বিচার ছাড়াই কারাবন্দি ছিলেন কানু মিয়া, মুক্তি মিললো ৩০ বছর পর

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জুলাই, ২০২৫
বিচার ছাড়াই কারাবন্দি ছিলেন কানু মিয়া, মুক্তি মিললো ৩০ বছর পর ফাইল ছবি

বিচারিক কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় ৩০ বছর কারাভোগ করেছেন হবিগঞ্জের মানসিক ভারসাম্যহীন কানু মিয়া (৫০)। অবশেষে জেলা লিগ্যাল এইড কর্মকর্তার নজরে আসার পর আদালতের নির্দেশে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে তিনি মুক্তি পান।


কানু মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা। ১৯৯৫ সালের ২৫ মে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি নিজের মাকে কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গ্রামবাসী তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন তাঁর ভাই মামলা করেন।


মামলার কার্যক্রম চলাকালে কানু মিয়ার মানসিক অবস্থার অবনতি ঘটে। ২০০৩ সালে আদালত আদেশ দেন, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। তবে এরপর আর কোনো পদক্ষেপ না নেওয়ায় ৩০ বছর ২ মাস ১৬ দিন তিনি কারাগারেই বন্দি ছিলেন।


সম্প্রতি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন কারাগার পরিদর্শনে গিয়ে কানু মিয়ার বিষয়টি নজরে আনেন। পরে তাঁর ভাইদের খুঁজে বের করে একজন আইনজীবী নিয়োগ করেন। জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম গতকাল জামিন মঞ্জুর করলে আজ দুপুরে মুক্তি পান কানু মিয়া।


কারাগার থেকে বের হওয়ার সময় তাঁকে দেখা যায় নতুন গোলাপি পাঞ্জাবি, সাদা টুপি ও প্যান্ট পরে নিঃশব্দে হাঁটছেন। কারাফটকে তাঁকে নিতে আসেন বড় দুই ভাই মুনু ও নাসু মিয়া। তাঁরা কানু মিয়াকে জড়িয়ে ধরলেও তিনি ছিলেন নির্বাক।


ভাই নাসু মিয়া বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ভাই হয়তো বেঁচে নেই। এখন ফিরে পেয়েছি, এতেই খুশি।”


হবিগঞ্জ কারাগারের জেলার মনির চৌধুরী বলেন, “আমরা বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলাম, কিন্তু এবার লিগ্যাল এইডের হস্তক্ষেপে মুক্তি সম্ভব হয়েছে।”


জেলা আইনজীবী সমিতির সদস্য ও মানবাধিকারকর্মী মরলী ধর বলেন, “এটি অত্যন্ত অমানবিক ঘটনা। বিচার ছাড়াই ৩০ বছর একজন মানুষ কারাগারে! ৩০টি বছর কে ফিরিয়ে দেবে তাকে?”

https://thebgbd.com/BYB