মাসজুড়ে চলমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ সদরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে কর্মসূচি ছিল। সেই পদযাত্রা বাধাগ্রস্ত করতে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর চালায়।
ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে।
thebgbd.com/NIT