যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাসের তিন নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল-মাসরি ও ইসমাইল হানিয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি।
প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে আজ সোমবার (২০ মে) জানানো হয়েছে, তারা যুদ্ধাপরাধের অভিযোগে এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন জানিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানের কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল-মাসরি ও ইসমাইল হানিয়ে— এই পাঁচজন ইসরায়েল বা গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়বদ্ধ বলে সন্দেহ করা হচ্ছে।
তবে ইসরায়েল বরাবরই গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনকে ‘কলঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
অন্যদিকে হামাস কর্তৃপক্ষ গ্রেফতারি পরোয়ানা জারির এই আবেদন খারিজের আহ্বান জানিয়ে বলেছে, এর মাধ্যমে ঘাতক ও ভুক্তভোগীকে একই দৃষ্টিতে দেখা হচ্ছে। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আইসিসির সিদ্ধান্ত ‘ভুক্তভোগীকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান’।
একইসঙ্গে ইসরায়েলের কর্মকর্তা যারা যুদ্ধের নির্দেশ দিয়েছে এবং যেসব সৈন্য যুদ্ধাপরাধে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে হামাস।