ঢাকা | বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১ জিবি ফ্রি ইন্টারনেট, জানুন কীভাবে পাবেন

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ জুলাই, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১ জিবি ফ্রি ইন্টারনেট, জানুন কীভাবে পাবেন ফাইল ছবি

আগামীকাল শুক্রবার, ১৮ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ১ জিবি ফ্রি ইন্টারনেট।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করেছে। গ্রাহকরা এই ডাটা ৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এরই মধ্যে সব মোবাইল অপারেটরকে নির্দেশনা দিয়েছে ফ্রি ডাটা চালু করতে।

কীভাবে পাবেন ফ্রি ইন্টারনেট?
ডাটা claim করতে নির্ধারিত কোড ডায়াল করতে হবে। প্রতিটি অপারেটরের জন্য কোড আলাদা:

গ্রামীণফোন (GP): 1211807#

রবি (Robi): 41807#

বাংলালিংক (Banglalink): 1211807#

টেলিটক (Teletalk): 1111807#

এই সুযোগ সক্রিয় থাকবে ১৮ জুলাই শুক্রবার সারাদিন এবং ডাটা মেয়াদ থাকবে ৫ দিন।


thebgbd.com/NIT