ঢাকা | বঙ্গাব্দ

সাবেক ছাত্রদল নেতার হাত-পা ভেঙে ফেলার হুমকি ইউনিয়ন বিএনপি সভাপতির

  • নিজস্ব প্রতিবেদক | ১৮ জুলাই, ২০২৫
সাবেক ছাত্রদল নেতার হাত-পা ভেঙে ফেলার হুমকি ইউনিয়ন বিএনপি সভাপতির ফাইল ছবি

নরসিংদীর আমদিয়ায় সাবেক ছাত্রদল নেতার হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমের বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


অডিওতে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমকে বলতে শোনা যায়, ‘বদমাইশের গলায় দালালরা মালা দেয়, ফাইজলামি করস। এক্কেরে টেংগি ভাইংগা লামু যদি পাই তরে। ছাত্রদলরে বইলা দিতেছি পাইলেই তর টেংগি ভাইংগা লাইবো।’


এদিকে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে আমদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও অপকর্মের প্রতিবাদে বিএনপির সভাপতি মাহবুব আলমের বহিষ্কারের দাবি জানায় নেতাকর্মীরা।


এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবু সিদ্দিক মিয়া, আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন ভূইয়া, সহ-সভাপতি কে.জে নাসির, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও মৎস্যজীবী দলের সভাপতি কাসেম মিয়া, ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল রহমান আনিস, ইউনিয়ন ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রাব্বানী মোল্লাসহ আরও অনেকে।


নেতাকর্মীরা বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বিগত সময়ে আ. লীগের সাথে আঁতাত করে চলেছে। ৫ তারিখের পর তার একের পর এক অপকর্মে ইউনিয়নের জনগণ অতিষ্ঠ। নিজ দলের নেতাকর্মীদের নিয়ে হুমকি-ধামকি মারধর ও মিথ্যা অপপ্রচার করছে। ইউনিয়নে আবু সিদ্দিক মিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মাহবুব আলম নানা অপপ্রচার চালাচ্ছে। এসময় সকল নেতাকর্মীরা মাহবুব আলমের বহিষ্কারের দাবি জানায়।


তবে এসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমি তাকে বলছি পোলাপান তাকে পেলে টেংগি ভেঙে ফেলব। এটা স্বাভাবিক কথা। তাকে তো আর মেরে ফেলা হবে, এরকম কোন হুমকি দেয়া হয়নি।’


thebgbd.com/NIT