টানা চতুর্থবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। আর এবারের মৌসুমে সিটির এই শিরোপা জয়ে দারুণ অবদান রেখেছেন আর্লিং হালান্ড। আর সেই ধারাবাহিকতায় চলতি মৌসুমে সর্বোচ্চ ২৭ গোল করে টানা দ্বিতীয় গোল্ডেন বুট জিতেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসির কোল পালমারের চেয়ে ৫ গোল বেশি তার। তাতে হলান্ড টানা দ্বিতীয় বারের মতো জিতে নেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট।
সোমবার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে হলান্ড লেখেন, ‘আবারও গোল্ডেন বুট জিতে খুবই সম্মানিত বোধ করছি। আপনাদের সীমাহীন সমর্থনের জন্য ধন্যবাদ।’
প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তার দল ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে অবশ্য অবদান রাখতে পারেননি হলান্ড। আপাতত তার নজর এফএ কাপের ফাইনালে। যেখানে আগামী ২৫মে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি।