ঢাকা | বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত: দাবি ট্রাম্পের

এদিকে পাকিস্তান সরকার দাবি করেছে, তিনদিনের সামরিক সংঘাতে তারা ভারতীয় বিমান বাহিনীর ছয়টি বিমান গুলি করে ভূপাতিত করেছে।
  • অনলাইন ডেস্ক | ১৯ জুলাই, ২০২৫
ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত: দাবি ট্রাম্পের ফাইল ছবি

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে তিনি এ কথা জানা।


ট্রাম্প বলেন, ‘বাস্তবে যুদ্ধবিমানে গুলি চালানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা-তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’ যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন দেশের যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়েছে। খবর সামা টিভির।


ট্রাম্প বলেন, ‘সম্ভবত পাঁচটি বিমান গুলি করে নামানো হয়েছে।’ তবে তিনি কোন দেশের যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি।


এদিকে পাকিস্তান সরকার দাবি করেছে, তিনদিনের সামরিক সংঘাতে তারা ভারতীয় বিমান বাহিনীর ছয়টি বিমান গুলি করে ভূপাতিত করেছে।


পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানি লক্ষ্যবস্তুতে স্ট্যান্ড-অফ হামলা চালাতে এসেছিল, তবে তারা পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের আগেই গুলি করে নামানো হয়।


thebgbd.com/NIT