গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে জেলা ত্যাগ করা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "আমরা আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী গিয়েছিলাম এবং তাদের কথামতোই সেখান থেকে বের হয়েছি। সেখানে কোনো যুদ্ধ করতে যাইনি।"
শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জের হামলার কারণে আমাদের কর্মসূচি ব্যাহত হয়েছে। ওই দিন দুটি জেলায় পদযাত্রা সম্ভব হয়নি। তবে আমরা পরিস্থিতি সামলে কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রশাসন আরও সক্রিয় হলে এমন ঘটনা ঘটতো না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে মুজিববাদী ফ্যাসিস্ট শক্তি এখনো রয়ে গেছে। শুধু আইন করে দল নিষিদ্ধ করলে এ মতাদর্শ নির্মূল হবে না। এই শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।”
পদযাত্রা নিয়ে তিনি বলেন, “অনেক জায়গায় অপ্রত্যাশিত সমর্থন পেয়েছি, আবার কোথাও কম। মাঠের বাস্তবতা ভিন্ন। গোপালগঞ্জে আমরা একটা বড় ধাক্কা খেয়েছি।”
এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা ভেবেছিলাম মানুষ রাজনীতি থেকে দূরে সরে গেছে। কিন্তু এখন দেখছি তারা সচেতন এবং আমাদের ভুল-ত্রুটি নিয়েও কথা বলছে। এটি আমাদের অনুপ্রাণিত করে।”
thebgbd.com/NA