ঢাকা | বঙ্গাব্দ

পেন্টাগনে চীনা কর্মী নিষিদ্ধ

মার্কিন সিনেটর টম কটন বৃহস্পতিবার হেগসেথকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে একটি চিঠি দেন।
  • অনলাইন ডেস্ক | ১৯ জুলাই, ২০২৫
পেন্টাগনে চীনা কর্মী নিষিদ্ধ মাইক্রোসফট

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সিস্টেমে চীনা কর্মীদের দিয়ে প্রযুক্তিগত সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। এর আগে প্রো-পাবলিকা নামের এক সংবাদ সংস্থা জানায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড পরিষেবা রক্ষণাবেক্ষণের জন্য মাইক্রোসফট চীনের ইঞ্জিনিয়ারদের ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় মার্কিন কর্মীদের তদারকি ছিল কম এবং অনেক সময় তাদের প্রয়োজনীয় দক্ষতাও ছিল না। বিষয়টি ফাঁস হওয়ার পর শুক্রবার এমন ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।


পেন্টাগনের প্রধান পিট হেগসেথ নিশ্চিত করেছেন প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড পরিষেবার কাজ চীনের কর্মীদের দিয়ে করানো হচ্ছিল। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এখন থেকে চীনের কোনও কর্মী প্রতিরক্ষা দপ্তরের সিস্টেমের সঙ্গে ‘কোনোভাবেই জড়িত’ থাকবে না। 


মাইক্রোসফটের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফ্রাঙ্ক শ অবশ্য ‘এক্স’ (সাবেক টুইটার)-এর এক পোস্টে বলেছেন, ‘মার্কিন সরকারের গ্রাহকদের সেবা দেওয়ার পদ্ধতিতে আমরা পরিবর্তন এনেছি, এতে করে চীনের কোনো প্রকৌশল দল প্রতিরক্ষা দপ্তরের সরকারি ক্লাউড এবং সংশ্লিষ্ট পরিষেবাগুলিতে প্রযুক্তিগত সহায়তা দিতে পারবে না।’


মার্কিন সিনেটর টম কটন বৃহস্পতিবার হেগসেথকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে একটি চিঠি দেন। এর প্রতিক্রিয়ায় পেন্টাগন প্রধান জানান, তিনি এটি দেখবেন। শুক্রবার সন্ধ্যায় হেগসেথ ‘এক্স’-এ একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘দেখা যাচ্ছে যে কিছু প্রযুক্তি সংস্থা প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড পরিষেবাগুলিতে সহায়তা করার জন্য সস্তা চীনা শ্রম ব্যবহার করছে। বর্তমান ডিজিটাল হুমকির পরিবেশে এটি স্পষ্টতই অগ্রহণযোগ্য।’ 


তিনি আরও বলেন, ‘আমার নির্দেশে, প্রতিরক্ষা বিভাগ দ্রুততম সময়ে একটি দুই সপ্তাহের পর্যালোচনা শুরু করবে। এতে খতিয়ে দেখা হবে, এ ধরনের কাজ অন্য কোথাও হচ্ছে কি না।’ হেগসেথ বলেন, ‘আমরা আমাদের সামরিক অবকাঠামো ও অনলাইন নেটওয়ার্কে যেকোনো ধরনের হুমকি পর্যবেক্ষণ ও প্রতিরোধ চালিয়ে যাব।’ এ সময় তিনি গণমাধ্যমসহ যারা বিষয়টি সামনে এনেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।


সূত্র: এএফপি


এসজেড