ঢাকা | বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, আটক ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহের শৈলকূপায় চলমান উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ত্রিবেণী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার মোল্লাকে আটক করেছে পুলিশ।
  • | ২১ মে, ২০২৪
ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, আটক ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান সেকেন্দার মোল্লা

ঝিনাইদহের শৈলকূপায় চলমান উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ত্রিবেণী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার মোল্লাকে আটক করেছে পুলিশ। 


আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।


স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা পক্ষে ইউপি চেয়ারম্যান সেকন্দার মোল্লা ও তার ছেলে শামসুজ্জামান তুহিন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর পোলিং এজেন্ট ঢুকতে বাধা দেওয়াসহ নানাভাবে প্রভাব বিস্তার করছিল। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।


এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানাতে পারবো।