ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৩

কর্মকর্তারা জানান, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়, রাস্তা থেকে বাসটি খাদে ছিটকে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
  • অনলাইন ডেস্ক | ২১ জুলাই, ২০২৫
রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৩ দুর্ঘটনাকবলিত বাসটি।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে সোমবার ভোরে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


কর্মকর্তারা জানান, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়, রাস্তা থেকে বাসটি খাদে ছিটকে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসটি উল্টে যাওয়ার ছবি প্রকাশ করেছে। 


এতে আরও বলা হয়েছে, ‘ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে দুর্ঘটনাটি ঘটেছে’। প্ল্যান্টটি কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ করে। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, তারা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছেন। রাশিয়ায় শিল্প দুর্ঘটনা সাধারণ ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য শোক দিবস ঘোষণা করেছে।


সূত্র: এএফপি


এসজেড