রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হওয়ার ঘটনায়, যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে, তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর দিকে, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাবে না, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে দেয়া হবে।
আজ সোমবার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহতদের সুচিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
সরকার হাসপাতাল এলাকায় অপ্রয়োজনীয় ভিড় এড়াতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছে, যাতে চিকিৎসাকাজ নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে ঢাকা কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নকারী একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
এই দূর্ঘটনায় পাইলটসহ ১৯ জন নিহত এবং প্রায় দেড় শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
thebgbd.com/NA