আওয়ামী লীগের একটা দুষ্টু চক্র বিমান দুর্ঘটনার ঘটনায় সুযোগ নেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (২২ জুলাই) ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আজকের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, কোনো উপায়েই আর আওয়ামী লীগের এখানে পুনর্বাসনের সুযোগ নেই।
এদিকে, শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
thebgbd.com/NIT