বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ ত্রৈমাসিক হালনাগাদে দেখা গেছে, বাংলাদেশ এখন রয়েছে ৯৪তম অবস্থানে। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।
র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট ইনডেক্স মূলত পাসপোর্টধারীদের ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধাসম্পন্ন দেশের সংখ্যা অনুযায়ী তালিকা তৈরি করে। এতে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়।
চলতি বছরের ইনডেক্সে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে প্রবেশ করতে সক্ষম। তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন—যাদের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।
অষ্টম থেকে দশম অবস্থান পর্যন্ত রয়েছে কানাডা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র এ বছর দশম অবস্থানে চলে গেছে, যা গত বছর তার তুলনায় একধাপ পিছিয়ে যাওয়া।
বাংলাদেশের পাসপোর্ট ক্রমান্বয়ে উন্নতির পথে থাকলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এখনও পিছিয়ে। তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক ও ভিসা বিষয়ক চুক্তির প্রসার এই অগ্রগতির পেছনে ভূমিকা রাখছে।
thebgbd.com/NIT