ঢাকা | বঙ্গাব্দ

বিদেশি ক্রেতাকে খুশি করতে অফিসেই নাচলেন কর্মীরা

  • অনলাইন ডেস্ক | ২৪ জুলাই, ২০২৫
বিদেশি ক্রেতাকে খুশি করতে অফিসেই নাচলেন কর্মীরা ফাইল ছবি

বিদেশি ক্রেতা এসেছেন, আর তাকে খুশি করতে অফিসের ভেতরেই শুরু হয়ে গেল সংগঠিত নৃত্য। ভারতের একটি কর্পোরেট অফিসের এমন একটি ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে, যেটিতে দেখা যাচ্ছে—কর্মীরা নাচছেন, একজন একাই সলো পারফর্ম করছেন, আর অতিথি মুগ্ধ হয়ে দেখছেন সেই দৃশ্য (ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)। এ নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তেলুগু ও বলিউডের গানের তালে তালে তারা নাচছেন। কয়েকজন ভিডিওটিতে ‘করুণ’ এবং ‘অদ্ভুত’ হিসেবে মন্তব্য করেছেন।


ওক ইমিনেন্ট নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। কর্মীদের নাচের সমালোচনা করে ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘কর্পোরেট অফিসগুলো ছাপড়িকরণ করা বন্ধ করা উচিত ভারতের। এটি খুবই করুণ যে ভারতীয় মেয়েরা অফিসে নাচছে এবং বিদেশি ক্রেতাকে শুভেচ্ছা জানাচ্ছে। বেচারা ক্রেতাও বাধ্য হয়ে নাচছে। এ ধরনের বিষয় অন্য দেশগুলোতে ধারণা দেবে যে ভারতের অফিসগুলো ক্যাজুয়াল এবং কাজ করার উপযোগী নয়।’


তবে কয়েকজন আবার ভিডিওটির পক্ষে কথা বলেছেন। তাদের মতে, এরমাধ্যমে ভারতের সংস্কৃতি এবং অফিসের কর্মীদের উদ্যমতার বিষয়টি প্রকাশ পেয়েছে। 


সূত্র: ইকোনোমিক টাইমস


thebgbd.com/NIT