ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১

কক্সবাজার ঈদগাঁও উপজেলার নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে ছপুর আহমদ নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
  • | ২১ মে, ২০২৪
কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১ ফাইল ছবি

কক্সবাজার ঈদগাঁও উপজেলার নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে ছপুর আহমদ নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত যুবক টেলিফোন মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের কর্মী।মঙ্গলবার (২১ মে) বিকেল পৌনে ৪টার দিকে ঈদগাঁও'র পোকখালী ইউনিয়নের পশ্চিম মালমোরা পাড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলমের সমর্থক সাইদসহ বেশ কয়েকজন টেলিফোন প্রতীকের কর্মী দেলোয়ার হোসেনকে একটি বাসায় আটকে রাখে। পরে তাকে উদ্ধার করতে গেলে সাইদ এবং তার সহযোগীরা ছপুর আলমকে ছুরিকাঘাত করে।


পরে তাকে উদ্ধার করে ঈদগাও মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।