ঢাকা | বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার

৯০-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
  • | ২০ অক্টোবর, ২০২৪
কণ্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার মনি কিশোর।

৯০-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


বিষয়টি রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ নিশ্চিত করেছেন।


ওসি আতাউর রহমান আকন্দ বলেন, মনি কিশোর বাসায় একা থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। রামপুরা বিটিভি ভবনের পেছনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।