ঢাকা | বঙ্গাব্দ

নেতানিয়াহু-হানিয়ার গ্রেফতারি পরোয়ানায় ফ্রান্সের সমর্থন

মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পরোয়ানা জারির আবেদন গাজায় চলমান ‘জবাবদিহিহীনতার’ বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ।
  • | ২১ মে, ২০২৪
নেতানিয়াহু-হানিয়ার গ্রেফতারি পরোয়ানায় ফ্রান্সের সমর্থন আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ফ্রান্স

গাজায় যুদ্ধাপরাধের উসকানি, পরিকল্পনা ও তা সংঘটনে সংশ্লিষ্টতার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, হামাসের প্রধান নির্বাহী ইসমাইল হানিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনকে সমর্থন জানিয়েছে ফ্রান্স।

ইউরোপের প্রথম দেশ এবং জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের প্রথম স্থায়ী সদস্য হিসেবে আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের (করিম খান) এ পদক্ষেপকে সমর্থন জানাল ফ্রান্স। মঙ্গলবার এ সম্পর্কিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পরোয়ানা জারির আবেদন গাজায় চলমান ‘জবাবদিহিহীনতার’ বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রান্স সবসময়ই আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা এবং জবাবদিহিহীনতার বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে। সেই সঙ্গে ফ্রান্স আশা করে, এ ইস্যুতে প্রাপ্ত যাবতীয় সাক্ষ্য-প্রমাণ যাচাই ও অনুপুঙ্খ বিশ্লেষণের পরই আইসিসি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’