ঢাকা | বঙ্গাব্দ

ইউনাইটেড এফসির নতুন কোচ হলেন পিরলো

দীর্ঘদিন পর আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসির হয়ে আবারও ডাগআউটে ফিরছেন ইতালির সাবেক এই মিডফিল্ডার।
  • | ২৫ জুলাই, ২০২৫
ইউনাইটেড এফসির নতুন কোচ হলেন পিরলো প্রায় এক বছর পর কোচিংয়ে ফিরছেন আন্দ্রে পিরলো।

ডাগ আউট থেকে দূরে আছেন প্রায় এক বছর। গত বছরের আগস্টে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার কোচিং পদ থেকে সরে দাঁড়ান আন্দ্রে পিরলো। দীর্ঘদিন পর আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসির হয়ে আবারও ডাগআউটে ফিরছেন ইতালির সাবেক এই মিডফিল্ডার। শুক্রবার (২৫ জুলাই) পিরলোকে নিয়োগ দেওয়ার কথা জানায় আমিরাতের দ্বিতীয় বিভাগের এই ক্লাবটি।


ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জেতেন আন্দ্রে পিরলো। বলতে গেলে, তার প্রজন্মের সেরা মিডফিল্ডার ছিলেন তিনি। পেশাদার ফুটবল ছাড়ার পর ২০২০ সালে জুভেন্টাসের বয়সভিত্তিক দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন পিরলো। 

 

পরের বছর জুভেন্টাসের মূল দলের দায়িত্ব নেন আন্দ্রে পিরলো, দুটি শিরোপাও জেতেন তিনি। তার পরের বছরই পারস্পরিক সমঝোতায় পিরলোর সঙ্গে চুক্তি শেষ করে জুভেন্টাস। এরপর মাঝের দুই বছর আরও দুটি ক্লাবে কোচিং করিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার, তবে কোনো ক্লাবেই তার সময়টা ভালো কাটেনি। 


সবশেষ গত বছরের আগস্টে সাম্পদোরিয়া থেকে চাকরি হারানোর পর এক বছর কোচিংয়ের বাইরে ছিলেন পিরলো। প্রায় ১১ মাস পর নতুন চ্যালেঞ্জ নিয়ে ডাগআউটে ফিরছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।


thebgbd.com/NIT