ঢাকা | বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫৭২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ জুলাই, ২০২৫
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫৭২ মামলা ছবি : সংগৃহীত।

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ( ২৪ জুলাই) ও শুক্রবার ( ২৫ জুলাই)— এই দুইদিনে মোট ৩৫৭২টি মামলা দায়ের করা হয়েছে।


শনিবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি।


বিজ্ঞপ্তিতে অভিযান চলাকালে ৫১০টি গাড়ি ডাম্পিং এবং ২২৮টি গাড়ি রেকার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।


ঢাকা মহানগরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত এবং দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ অব্যাহত থাকবে। 


ডিএমপি সকল চালক ও পথচারীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।


thebgbd.com/NA