নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব ইউনিটের কার্যক্রম স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ।
এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “ধরা পড়ে গিয়ে কমিটি বাতিল করে লাভ কি? এতোদিন যতো চান্দাবাজি হয়েছে, সেই টাকাটুকু ফেরত দাও।”
তিনি আরও লেখেন, “ভুক্তভোগীদের প্রমাণসহ টাকা ফেরতের দরখাস্ত জমা নেওয়ার জন্য ‘চান্দা ফেরত সংস্কার কমিশন’ গঠন করা হোক। আর সেখানে ‘বুইড়াদের প্রতিনিধি’ হিসেবে ধলা ফারুক বা কালা ফরিদ টাইপের চান্দাবাজদের যেন নিয়োগ না দেওয়া হয়।”
তুষারের স্ট্যাটাসে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। তিনি বলেন, “ফোঁড়া ধরা পড়লে পুরো শরীর বাতিল করতে হয়—এমনকি পুরো শরীরই পঁচে গেছে। এটাই কি নতুন বাংলাদেশ? জেমস ভন্ড 000!”
তুষারের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যকে সাহসী ও বাস্তবসম্মত বলে উল্লেখ করছেন, কেউ আবার একে অতিরঞ্জিত বলে মত দিচ্ছেন।
উল্লেখ্য, সম্প্রতি সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। এরই প্রেক্ষিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি বাদে অন্যান্য কমিটি বাতিলের সিদ্ধান্ত আসে।
thebgbd.com/NIT