ঢাকা | বঙ্গাব্দ

জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার, অর্থবছরে সর্বোচ্চ আয়

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০২৫
জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার, অর্থবছরে সর্বোচ্চ আয় ছবি : সংগৃহীত।

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী এর অর্থমূল্য দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৫৪৬ কোটি টাকা।


রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর হার বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। হুন্ডি প্রতিরোধ, নগদ প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে এই স্থিতিশীল প্রবাহ সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এর আগে, জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের জুনের তুলনায় ১১ শতাংশ বেশি।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত ২০২৩-২৪ অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় ২৭ শতাংশ।


বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয়ের এমন প্রবাহ দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার সরবরাহে স্বস্তি এবং বাজারে ডলার সংকট মোকাবেলায় সহায়ক হবে।


thebgbd.com/NA