মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে সোমবার একটি বহুতল ভবনে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। মার্কিন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে (২২০০ জিএমটি) ঘটনার সূত্রপাত হয়। নিউইয়র্কের বিখ্যাত পার্ক অ্যাভিনিউর একটি বহুতল ভবনে গুলির শব্দ পাওয়া যায়। খবর পেয়ে শত শত পুলিশ বহুতল ভবন বিশিষ্ট পার্ক অ্যাভিনিউ এলাকা ঘিরে ফেলেন। ওই ভবনে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন, নিরীক্ষা সংস্থা কেপিএমজি এবং ন্যাশনাল ফুটবল লিগের মতো বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ৩৪৫, পার্ক অ্যাভিনিউ একটি অফিস টাওয়ার ব্লকে অবস্থিত। ঘটনাস্থলটি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একমাত্র সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে, সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
প্রত্যক্ষদর্শী একজন নারী কর্মী জানান, এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘তখন পাশেই ছিলাম। অন্য একজন বর্ণনা করেছেন, কর্মীরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় একজন বন্দুকধারী একের পর এক ফ্লোরে ছুটছিলেন’।
একটি আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, ‘আজ মিডটাউন ম্যানহাটনে গুলি চালানোর ঘটনায় নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন,’। সূত্রটি আরো জানিয়েছে যে সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ বলে মনে করা হচ্ছে।
ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, একজন পুলিশ কর্মকর্তা ‘হত’ হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র। যদিও নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পরবর্তী সময় বলেন, তিনি একজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার—কোনোটাই করতে পারছেন না।
পুলিশ কমিশনার জেসিকা টিশ এক্সে এক পোস্টে লিখেছেন, এই মুহূর্তে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একমাত্র সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী অফিস কর্মী শাদ সাকিব এএফপিকে বলেন, তিনি কাজ শেষে বাড়ি ফেরার জন্য জিনিসপত্র গোছাচ্ছিলেন, এমন সময় তাদের নিজ নিজ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য মাইকে ঘোষণা করা হয়। তিনি বলেন, ‘সবাই হতবিহ্বল হয়ে পড়ে। পরে একজন বিষয়টি বুঝতে পারে, কেউ একজন স্বয়ংক্রীয় অস্ত্র নিয়ে ভবনে প্রবেশ করেছে।’
সূত্র: এএফপি
এসজেড