ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াদুদ মাতবর। তিনি আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ওয়াদুদ মাতবর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৬৫ ভোট। নির্বাচনের মাত্র একদিন আগে তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
আজ মঙ্গলবার (২১ মে) রাতে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬ হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী মো. আছাদ মাতবর চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৮৪ ভোট।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোরশেদা খানম ফুটবল প্রতীক নিয়ে ১৫ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরি বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৫৫৩ ভোট।
সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন প্রার্থী। ভোটার ছিল ১ লাখ ৪২ হাজার ১৪৮ জন।