নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সারাদেশের সকল নৈরাজ্য কমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার সকালে ডেমোক্রেসি ডায়াস সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত নামক শীর্ষক এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
বিগত ৫০ বছরে বিশ্বের ২৬টি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক অবস্থা, নির্বাচন, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর করা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি, সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অনতিবিলম্বে নির্বাচন দরকার বলে জানান বক্তারা। এছাড়াও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি কার্যকর নয় বলেও জানান তারা।
দেশের চলমান নৈরাজ্য এক প্রকার সংকট উল্লেখ করে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ খান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থসহ আরও অনেকেই।
thebgbd.com/NIT