ঢাকা | বঙ্গাব্দ

জনগণের সার্বভৌম ইচ্ছার ওপর কোনো আইন নেই: সালাহউদ্দিন আহমদ

  • নিজস্ব প্রতিবেদক | ০১ আগস্ট, ২০২৫
জনগণের সার্বভৌম ইচ্ছার ওপর কোনো আইন নেই: সালাহউদ্দিন আহমদ ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি। কিন্তু সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে।


আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।


সালাহউদ্দিন বলেন, আমরা ৮২৬টি মোট প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সব বিষয়ে একমত হয়েছি। আমরা বিভিন্ন মতামত এবং ভিন্নমতসহ সেখানে একমত হয়েছি। আশা করি, সবাই ঐকমত্যের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে।


জুলাই সনদের বিষয়ে তিনি আরও বলেন, জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। যে সমস্ত সুপারিশগুলো ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে জুলাই সনদ প্রণীত হবে।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার ওপর কোনো আইন নেই। এখানে সবাই একত্রিত হয়ে যে সনদ তৈরি হবে তা আইনের ঊর্ধ্বে।


thebgbd.com/NIT