ঢাকা | বঙ্গাব্দ

স্টার্মার মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেলেন

অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র‍্যাচেল রিভস। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে লেবার পার্টির মধ্যে শীর্ষ পদধারী নারীদের মধ্যে অন্যতম এভেট কুপাকে।
  • | ০৬ জুলাই, ২০২৪
স্টার্মার মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেলেন স্টার্মারের মন্ত্রীসভায় নারীদের অবস্থান দৃঢ়

দ্রুত সময়ের মধ্যে যুক্তরাজ্যের ক্ষমতার হস্তান্তর সম্পন্ন হয়েছে। শুক্রবার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে ঋষি সুনাকের সরে যাওয়ার কিছু সময়ের মধ্যেই রাজার সঙ্গে দেখা করেন দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কিয়ার স্টার্মার।

বাকিংহাম প্যালেসে রাজার পক্ষ থেকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর পর ফিরেই মন্ত্রিসভা গঠন করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়নারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন তিনি।

স্টার্মারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গায়ানিজ বংশোদ্ভূত ডেভিড লামি। অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র‍্যাচেল রিভস। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন তিনি। যুক্তরাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী অর্থমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে লেবার পার্টির মধ্যে শীর্ষ পদধারী নারীদের মধ্যে অন্যতম এভেট কুপাকে।

এছাড়া জন হ্যালিকে প্রতিরক্ষামন্ত্রী, ব্রিজেত ফিলিপসন শিক্ষামন্ত্রী, ওয়েস স্ট্রিটিং স্বাস্থ্যমন্ত্রী, এড মিলিব্যান্ড জ্বালানিমন্ত্রী, শাবানা মাহমুদকে করা হয়েছে বিচার প্রতিমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর।

এছাড়া জোনাথন রেনল্ডকে বাণিজ্যমন্ত্রী, লিজ কেন্ডালকে শ্রম ও কারামন্ত্রী, স্টিভ রিডকে পরিবেশমন্ত্রী, লুইস হাইগকে পরিবহনমন্ত্রী, পিটার কাইলিকে বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি–বিষয়কমন্ত্রী, লিসা নন্দীকে সংস্কৃতি–বিষয়কমন্ত্রী, উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী হিলারি বেন, ইয়ান মারে স্কটল্যান্ড বিষয়ক মন্ত্রী, জো স্টিভেনস ওয়েলস বিষয়কমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল রিচার্ড হারমার কেসি, ল্যাঙ্কাস্টারের ডাচির চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন, ড্যারেন জোন্স ট্রেজারির মুখ্য সচিব, লুসি পাওয়েল হাউস অব কমনস নেতা, স্যার অ্যালান ক্যাম্পবেল হাউস অব কমন্সের চিফ হুইপ ও অ্যাঞ্জেলা স্মিথকে হাউস অব লর্ডসের নেতার দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়, দুটি বাদে শুক্রবার পাওয়া যায় ৬৪৮টি আসনের ফল। গতবারের চেয়ে ২১৪টি আসন নিয়ে কিয়ার স্টার্মারের লেবার পার্টি এবার ৪১২টিতে জয় নিশ্চিত করেছে। আর গতবারের চেয়ে ২৫২টি আসন হাতছাড়া হয়েছে কনজারভেটিভ পার্টির, তারা এবার পেয়েছে ১২১টি আসন।

এবার চমক দেখিয়েছে লিবারেল ডেমোক্র্যাট পার্টি, দলটি এবার তাদের ইতিহাসে সবচেয়ে বেশি ৭১টি আসন পেয়েছে। বাকি আসনগুলো অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন।