লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বৃহস্পতিবার বলেছেন, তার দেশ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দৃঢ়প্রতিজ্ঞ। এর একদিন আগেই হিজবুল্লাহ প্রধান বলেছেন, যারা গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের দাবি তুলছে, তারা আসলে ইসরায়েলের স্বার্থে কাজ করছে।
বৈরুত থেকে এএফপি জানায়, সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট আউন বলেন, ‘লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্ব দেশের প্রতিটি অঞ্চলে সম্প্রসারিত করা, হিজবুল্লাহসহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা এবং সেগুলো লেবানন সেনাবাহিনীর কাছে তুলে দেওয়ার ব্যাপারে বৈরুত প্রতিশ্রুতিবদ্ধ।’
সূত্র: এএফপি
এসজেড