ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলী জেলায় তুষারধসে আটকে পড়াদের উদ্ধারে তিন দিনের অভিযান শেষ হয়েছে। রোববার (২ মার্চ) শেষ নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ জনে। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ৪৬ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শুক্রবার চামোলীর মানা গ্রামে বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) শিবিরে তুষারধসের পর ৫৪ জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকাজে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ও বিআরও-র সদস্যরা অংশ নেন।
প্রবল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হলেও ভিকটিম লোকেটিং ক্যামেরা (ভিএলসি), থার্মাল ইমেজিং ক্যামেরা ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে নিখোঁজদের সন্ধান চালানো হয়। শেষ পর্যন্ত রোববার দুপুরে উদ্ধারকারীরা শেষ শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।
আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনকে জোশীমঠের সামরিক হাসপাতাল ও এমস হৃষীকেশে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
thebgbd.com/NIT