ঢাকা | বঙ্গাব্দ

ভারত-রাশিয়া সম্পর্ক ঘিরে ‘টাইম বোমা পুঁতছে’ পশ্চিমা দেশগুলো : ডেনিস আলিপভ

  • অনলাইন ডেস্ক | ০২ আগস্ট, ২০২৫
ভারত-রাশিয়া সম্পর্ক ঘিরে ‘টাইম বোমা পুঁতছে’ পশ্চিমা দেশগুলো : ডেনিস আলিপভ ফাইল ছবি

পশ্চিমা বিশ্ব হুমকি ও নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করে ভারতের সঙ্গে নিজেদের সম্পর্ককেই ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। রাশিয়ার গণমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র নিজেদের একটি অবিশ্বস্ত অংশীদার হিসেবে প্রকাশ করছে। তারা এটা করে ভারতকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করতে পারবে না।

মঙ্গলবার দেওয়া ওই সাক্ষাৎকারে আলিপভ বলেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজের আওতায় ভারতের ভাদিনার রিফাইনারিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা বিশ্বে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসমেফটের মালিকানাধীন। একই সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্য নিয়ে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ‘এই হুমকি ও পদক্ষেপের মাধ্যমে পশ্চিমা বিশ্ব ভারতের সঙ্গে নিজেদের সম্পর্কের ভেতরে একটি টাইম বোমা পুঁতে দিচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে নিজেদের অবিশ্বস্ততা প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্র থেকে আসা হুমকিগুলো কোনো আস্থা তৈরি করে না; বরং যুক্তরাষ্ট্রের একজন অংশীদার হিসেবে অবিশ্বস্ততা আরও স্পষ্ট করে তোলে।’

আলিপভ আরও বলেন, মস্কো কখনো নয়াদিল্লির সঙ্গে এমনভাবে সম্পর্ক গড়ে তোলেনি, যাতে অন্যদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, কিন্তু ওয়াশিংটন নিজের অর্থনৈতিক লাভের জন্য কেবল রাশিয়ারই নয়, বরং ভারতের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে।

তার ভাষায়, ‘কেউ এই কার্যকলাপকে বৈধ মনে করছে না এবং এগুলোকে ব্যাপকভাবে নিন্দা করা হচ্ছে।’

তিনি উল্লেখ করেন, ভারত চায় না যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কারও সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে, তবে জ্বালানি নিরাপত্তার কারণে ভারতের পররাষ্ট্রনীতির অনেক সিদ্ধান্ত মস্কোর ওপর নির্ভর করেই নেওয়া হবে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত, তাদের প্রায় ৮০ শতাংশ জ্বালানি আমদানি করে এবং কখনোই রাশার ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় অংশ নেয়নি।

গত বুধবার ট্রাম্প ঘোষণা দেন, ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত আর্থিক শাস্তিমূলক ব্যবস্থা শুক্রবার থেকে কার্যকর হবে, ভারতের রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যের কারণে। পরে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি মন্তব্য করেন, ‘মস্কো আর ভারত চাইলে তাদের মৃতপ্রায় অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে, তাতে আমার কিছু যায় আসে না।’

এ ঘোষণার সময় ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি বাণিজ্য চুক্তির জন্য আলোচনা করছিল। ট্রাম্পের শুল্কবৃদ্ধির পর ভারত জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “ন্যায়সংগত, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক উপকারজনক” চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবে।

সূত্র: আরটি

thebgbd.com/NIT