ঢাকা | বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের নামে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ, কঠোর বার্তা এনসিপি নেতার

রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের চেতনার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ আগস্ট, ২০২৫
জুলাই আন্দোলনের নামে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ, কঠোর বার্তা এনসিপি নেতার ছবি : সংগৃহীত।

রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের চেতনার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দুর্নীতি ও রাজনৈতিক অনৈতিকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।


শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত এ আয়োজনে সারজিস বলেন, “জুলাই যোদ্ধাদের নামে কেউ কেউ এখন টাকার লেনদেনে জড়িয়ে পড়ছে, নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে দুর্নীতি করছে—এদের আইনের হাতে তুলে দেওয়া জরুরি।” তিনি এসব কর্মকাণ্ডকে আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেন।


তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এই আন্দোলনের সম্মান যেন কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি লুটপাট করে বিনষ্ট না করে।”


অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, “নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা না হলে দেশে আবার স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা রয়েছে।”


অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস. মুরশিদ, ফরিদা আখতারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জুলাই আন্দোলনের আহত সদস্যরাও উপস্থিত ছিলেন।


thebgbd.com/NA