ঢাকা | বঙ্গাব্দ

সাজিদকে শ্বাসরোধে হত্যা: ভিসেরা রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ আগস্ট, ২০২৫
সাজিদকে শ্বাসরোধে হত্যা: ভিসেরা রিপোর্ট ছবি : সংগৃহীত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার (৩ আগস্ট) তার ভিসেরা রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পুলিশের সিআইডি ডিভিশনের প্রধান রাসায়নিক পরীক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম এবং বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগার, খুলনার রাসায়নিক পরীক্ষক জনি কুমার ঘোষ স্বাক্ষরিত রিপোর্ট সূত্রে, সাজিদের শরীরে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি।


রিপোর্টে শ্বাসরোধের ফলে সাজিদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া রিপোর্টে মৃত্যুকে ‘এন্টিমর্টেম ও হমিসাইডাল ইন ন্যাচার’ বলা হয়। পোস্টমর্টেমের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক রিপোর্টে স্বাক্ষরকারী এক মেডিকেল অফিসার বলেন, রিপোর্ট মতে দম করে বা শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। 


এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভিসেরা রিপোর্টে দেখে বোঝা যাচ্ছে এটি হত্যাকাণ্ড।


প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেল সাড়ে ছয়টায় শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মৃতদেহ উদ্ধার করা হয়। সাজিদ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে সাজিদের লাশ উদ্ধারের পর থেকে মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


thebgbd.com/NA