ঢাকা | বঙ্গাব্দ

আনার হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি: হারুন

কলকাতা পুলিশের সাথে মিলে আমরা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
  • | ২২ মে, ২০২৪
আনার হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি: হারুন (ডিবি) প্রধান হারুন অর রশীদ

কলকাতা পুলিশের সাথে মিলে আমরা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।


আজ বুধবার (২২ মে) আনোয়ারুল আজিমের মেয়ে ডিবি কার্যালয়ে যান। পরে ডিবি কর্মকর্তা হারুন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


হারুন অর রশীদ বলেন, একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড কখনো মেনে নেয়া যায় না। আমরা কলকাতা পুলিশের সঙ্গে মিলে হত্যাকারীদের ধরতে কাজ করছি। এরইমধ্যে আমাদের হাতে কয়েকজন আছে। তাদের থেকেও আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। সে বিষয়ে নিয়ে আমরা কাজ করছি।


এ সময় বাংলাদেশিদের জড়িত থাকার তথ্য দিলেও বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

 

এরআগে, ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস বলেন, আমার বাবা নেই, আজ আমরা এতিম হয়ে গেছি। আমি আমার বাবা হত্যার বিচার চাই। এভাবেই কান্না জড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার চাইলেন মেয়ে মুমতারিন ফেরদৌস।

 

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি।