ঢাকা | বঙ্গাব্দ

ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন মুরাদ

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মুরাদুজ্জামান মুরাদবেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
  • | ০৯ মে, ২০২৪
ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন মুরাদ সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মুরাদুজ্জামান মুরাদ দোয়াত কলম প্রতীক নিয়ে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


মুরাদুজ্জামান মুরাদ মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট।


বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলায় বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।


রাত সাড়ে ৯টায় ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ ফলাফল ঘোষণা করেন।


তারেক আহমেদ গণমাধ্যমকে বলেন, ফরিদপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।


পুলিশ, র‍্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় ছিলো।


এছাড়াও ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন।


তিনি আরও বলেন, ভোটের শতকরা ৩০ ভাগের একটু বেশি কাস্টিং হয়েছে।


মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। মোট ভোটার ছিলো এক লাখ ৭৭ হাজার ৫৩৯ জন।


নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান বলেন, মানুষের ভালোবাসায় আমি ঋণী হয়ে গেলাম।


ভাবিনি এবার মানুষ আমাকে সমর্থন দেবে, তবে আমি আমার ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করেছি এই উপজেলা মানুষের সেবা দিতে, মহান আল্লাহ হয়ত সেই প্রতিদান দিয়েছেন আমাকে।