নাটোর সদর উপজেলার ধরাইল বাজার থেকে ২৪ হাজার জাল টাকাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী এলাকার রিপন আলী ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু।
আজ বুধবার (২২ মে) সকালে র্যাব-৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় এক হাজার ১২ টি এবং পাঁচশত টাকার নোট ২৪টি জাল নোটসহ রিপন আলী ও লাবনী আক্তার রিমুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জাল নোট সংগ্রহ করে বিভিন্ন এলাকার এজেন্টদের কাছে সরবরাহ করে বলে ব্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়েরের পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।