যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। ঠিক সেসময় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। তাদের এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
এবার ট্রাম্পের সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে কমলা হ্যারিসের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে এক অভিনব কৌশলে প্রতিপক্ষকে জবাব দিলেন ট্রাম্প। একটি গারবেজ ট্রাক চালিয়ে তিনি অভিযোগ করেছেন, বাইডেন ও কমলা হ্যারিস ‘মার্কিন জনগণকে ঘৃণা করেন।’
গত বুধবার (৩০ অক্টোবর) উইসকনসিনে ট্রাম্পের এই গারবেজ ট্রাক চালানোর ঘটনা বেশ আলোচিত হয়েছে। তিনি গাড়ির ভেতর থেকে বলেন, এটি কমলা ও বাইডেনের সম্মানে করা হয়েছে। এসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আপনি যদি মার্কিন জনগণকে ঘৃণা করেন, তাহলে প্রেসিডেন্ট হতে পারবেন না। আমার ধারণা, তারা (বাইডেন-কমলা) সেটাই করেন।
উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয় সপ্তাহান্তে রিপাবলিকানদের একটি নির্বাচনী সমাবেশ থেকে। সেখানে একজন বক্তা পুয়ের্তো রিকোকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে মন্তব্য করেন।
এর পরিপ্রেক্ষিতে বাইডেনের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, আমি একমাত্র যে ময়লা ভাসতে দেখছি, তা হলো তার (ট্রাম্প) সমর্থকরা। তার এই মন্তব্যে ফুঁসে ওঠে ট্রাম্প-সমর্থকরা। যদিও পরে এ বিষয়ে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, বাইডেন ময়লা বলতে ট্রাম্পের বক্তব্যকে বোঝাতে চেয়েছিলেন, তার সমর্থকদের নয়।