ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচারকদের লাইভ টকশো চলার সময় ভুলবশত ক্যামেরার সামনে চলে আসেন কলকাতা নাইট রাইডর্সের মালিক শাহরুখ খান। তৎক্ষণাৎ উপস্থাপকদের কাছে বলিউড কিং খানের দুঃখ প্রকাশ করার ভিডিও এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় তার সরলতা আর উদারতার জন্য প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
গতো মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে এ ঘটনা ঘটে।
কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে পাত্তাই দিলোনা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এর কাছে। রীতিমতো হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয় এনে দিয়েছে শাহরুখ খানের কেকেআর। দলের এই জয়ে বেজায় খুশি বলিউড কিং। তাই স্টেডিয়ামের ভক্ত-সমর্থকদের কাছে কৃতজ্ঞতা স্বরূপ মাঠের কিনারা দিয়ে হেঁটে হেঁটে হাত নেড়ে ধন্যবাদ আর অভিবাদন জানাচ্ছিলেন। সেই সময়ই বাধে বিপত্তি।
এ সময় হাঁটতে হাঁটতে কিং খান ভুলবশত লাইভ টকশো চলাকালীন ক্যামেরার সামনে চলে আসেন। বিশ্বখ্যাত এই সুপারস্টার যেখানেই যান, স্বাভাবিকভাবে ক্যামেরা আর মানুষের মূল আকর্ষণের জায়গা নিয়ে ফেলেন।
তাই মুহূর্তের মধ্যে উপস্থাপক ও ম্যাচ বিশ্লেষক আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল আর সুরেশ রায়নার কাছ থেকে ক্যামেরার সব ফোকাস গিয়ে পড়ে কিং খানের ওপর। এ ঘটনায় নিজের ভুল বুঝতে পেরে শাহরুখ খান তৎক্ষণাৎ উপস্থাপকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ক্যামেরা সেট থেকে সরে পড়ার চেষ্টা করেন। পাশাপাশি উপস্থাপকদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে হাত মিলাতেও ভুল করেননি এই বলিউড স্টার।
১ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিও এখন রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ভক্তরা এই ঘটনায় শাহরুখ খানের সরলতা আর উদারতার প্রশংসায় ভাসাচ্ছেন।
ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওগুলোকে সুন্দরতম মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তারা। অনেকে বলছেন, কীভাবে এই মানুষটিকে না ভালোবেসে কেউ থাকতে পারেন।