ঢাকা | বঙ্গাব্দ

চাকরি হারাচ্ছেন টেন হ্যাগ

বরখাস্ত হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই চাকরি হারাচ্ছেন এই ডাচ কোচ।
  • | ২৩ মে, ২০২৪
চাকরি হারাচ্ছেন টেন হ্যাগ এরিক টেন হ্যাগ

বরখাস্ত হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই চাকরি হারাচ্ছেন এই ডাচ কোচ। এরই মধ্যে নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে দলটি। এফএ কাপের ফাইনালে শেষবারের মতো রেড ডেভিলদের বস হিসেবে ডাগআউটে থাকবেন।


প্রিমিয়ার লিগের এরকম বাজে মৌসুম শেষ কবে কাটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, সেটা মনে করা কঠিন। পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে তারা। ম্যাচের পর ম্যাচ বাজে পারফরম্যান্সের কারণে প্রতিনিয়ত সমালোচিত হয়েছে ইপিএলের সবচেয়ে সফল ক্লাবটি।     


দলের এমন বাজে ফলাফলের জন্য চরম সমালোচনার মুখে ইউনাইটেড কোচ টেন হ্যাগ। দু'বছর আগে দায়িত্ব নেয়া এই ডাচ কোচ একটা সময় তার কোচিং দর্শনের জন্য প্রশংসিত হলেও তার প্রতিফলন দেখাতে পারেন নি ওল্ড ট্রাফোর্ডে। ধারণা করা হচ্ছিল, এফএ কাপের ফাইনালে ম্যান সিটিকে হারিয়ে শিরোপা জিতলে চাকরিটা হয়তো বাঁচাতে পারবেন সাবেক আয়াক্স বস। কিন্তু সে পর্যন্ত আর অপেক্ষা করলো না ম্যান ইউনাইটেড কর্তৃপক্ষ। ওয়েম্বলির ফাইনালের আগেই তাকে জানিয়ে দেয়া হয়েছে মৌসুম শেষেই বিদায় নিতে হবে। যদিও তার চুক্তির এখনো এক বছর বাকি।


ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমেই টেন হ্যাগ ঝামেলায় জড়ান মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। এই ঝামেলার কারণেই ম্যানচেস্টার ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান সিআরসেভেন।


 প্রথম মৌসুমে লিগ কাপ জয়ের পাশাপাশি রেড ডেভিলদের এফএ কাপের ফাইনালে তোলেন টেন হ্যাগ। পয়েন্ট টেবিলের তিনে থেকে ইপিএল শেষ করে রাশফোর্ডরা। নিজের প্রথম মৌসুমে দলবদলে খরচ করেন ২৪ কোটি ইউরোর বেশি। সাড়ে ৯ কোটি ইউরো দিয়ে দলে ভেড়ান ব্রাজিলিয়ান অ্যান্টনিকে। দুই মৌসুমে যিনি গোল করেছেন মাত্র ১১টি।   


পরের মৌসুমেও ট্রান্সফার মার্কেটে ২০ কোটি ইউরোর বেশি অর্থ খরচ করেন টেন হ্যাগ। তবে এসবে কোনো লাভ হয়নি, মাঠের ফলাফলে দেখা যায় আরও ভয়াবহ রূপ। ইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে ইউনাইটেড গোল করার চেয়ে হজম করেছে বেশি। সব মিলিয়ে ধৈর্যের বাধ ভেঙে যায় কর্তৃপক্ষের। স্যার জিম র‌্যাটক্লিফের সিদ্ধান্তে বরখাস্ত হচ্ছেন টেন হ্যাগ।     


এরই মধ্যে নতুন কোচের খোঁজে নেমে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শোনা যাচ্ছে তিন জনের নাম। মাত্রই চেলসি থেকে বরখাস্ত হওয়া মরিসিও পচেত্তিনো ছাড়াও তালিকায় আছেন সাবেক ব্রাইটন বস রবার্তো ডি জারবি। ইপ্সউইচ টাউনকে ইপিএলে প্রোমোশন এনে দেয়া কিরান ম্যাককেনার নামও আছে আলোচনায়।


ম্যান ইউনাইটেড যুব দলের সাবেক এই কোচের প্রতি আগ্রহী চেলসিও। সে ক্ষেত্রে থিয়েটার অব ড্রিমের ডাগআউটে দেখা যেতে পারে পচেত্তিনো অথবা ডি জারবির একজনকে।