রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ শুক্রবার (২৪ মে) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ।
জানা যায়, অতিথিদের সামনেই চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কর্মীদের শান্ত করতে বার বার মাইকে ঘোষণা দেন। এক পর্যায়ে নেতা-কর্মীরা শান্ত না হওয়ায় সম্মেলন স্থলে হট্টগোল শুরু হয়।
পরবর্তীতে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিনের হস্তক্ষেপে হট্টগোল নিয়ন্ত্রণে আনা হয়।