ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিস্ট পালালেও দেশের বিনিয়োগ খাত ঘুরে দাঁড়াতে পারেনি: আমীর খসরু

ফ্যাসিস্ট পালিয়ে গেলেও দেশের বিনিয়োগ খাত ঘুরে দাঁড়াতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই, ২০২৫
ফ্যাসিস্ট পালালেও দেশের বিনিয়োগ খাত ঘুরে দাঁড়াতে পারেনি: আমীর খসরু ছবি : সংগৃহীত।

ফ্যাসিস্ট পালিয়ে গেলেও দেশের বিনিয়োগ খাত ঘুরে দাঁড়াতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড রিফর্ম- সিপিএআর আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।


আমীর খসরু বলেন, মাথাপিছু আয় বাড়ানোর জন্য জনসংখ্যা ১৬ থেকে ১৮ কোটি দেখিয়েছে হাসিনা সরকার। পুঁজিবাজারে বর্তমানে যারা বিনিয়োগ করছেন তারা ঝুঁকি নিয়ে তা করছেন বলেও মন্তব্য করেন তিনি।


এসময় আমীর খসরু আরও বলেন, ক্ষমতায় আসলে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে কাজ করবে বিএনপি।


thebgbd.com/NA