ঢাকা | বঙ্গাব্দ

ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী কামরুল সেখের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
  • | ২৪ মে, ২০২৪
ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন দুর্বৃত্তদের আগুন

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী কামরুল সেখের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে ওই ব্যবসায়ীর অন্তত: ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি জানিয়েছে।


বৃহস্পতিবার গভীররাতে দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা স্বামী-স্ত্রী বা অন্য কেউ ঘরে ছিলেন না।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেছে।  


এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান গণমাধ্যমকে জানান, বিষয়টি যেহেতু রাতের বেলায় ঘটেছে এবং কেউ দেখেনি তাই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।