ঢাকা | বঙ্গাব্দ

এনএসআইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিত লাখ লাখ টাকা

নিজের পরিচয় দিতেন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। সেখানে চাকরির প্রতিশ্রুতি দেখিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।
  • | ২৪ মে, ২০২৪
এনএসআইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিত লাখ লাখ টাকা আটক মমতাজ বেগম ও মুজিবুর রহমান

নিজের পরিচয় দিতেন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। সেখানে চাকরির প্রতিশ্রুতি দেখিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। তাঁর কথার ফাঁদে পড়ে চাকরিপ্রত্যাশীরাও দিতেন মোটা অঙ্কের টাকা। তবে বছরের পর বছর কেটে গেলেও মিলত না চাকরি। দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চক্র পরিচালনা করে আসছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মমতাজ বেগম (৩৪)।


গত বুধবার (২২ মে) অভিযান চালিয়ে সীতাকুণ্ডের প্রেমতলা কলেজ রোড এলাকার বাসা থেকে তাঁকে স্বামী মো. মুজিবুর রহমানসহ (৪৬) গ্রেপ্তার করে র‍্যাব-৭। এ সময় তাঁদের বাসা থেকে ৯৬০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম।


র‍্যাব জানায়, নিজেকে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিতেন মমতাজ। এরপর চাকরিপ্রত্যাশীদের কথার ফাঁদে ফেলে এনএসআইতে চাকরির লোভ দেখাতেন। এরপর কৌশলে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।

২০২১ সালে মঞ্জুর আলম নামের এক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে এনএসআইতে চাকরির কথা বলে ৩৪ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন তাঁরা। আড়াই বছরেও চাকরি কিংবা টাকা না পেয়ে ভুক্তভোগী র‍্যাবের কাছের লিখিত অভিযোগ জানালে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম বলেন, স্বামী-স্ত্রী মিলে এই প্রতারণা চক্র গড়ে তুলেছিলেন। এ ছাড়া তাঁরা ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত। তাঁদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।